সতীর্থদের কাছে কৃতজ্ঞ কেইন

হ্যারি কেইনগ্যারি লিনেকারের পর ইংলান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন হ্যারি কেইন। ৬ গোল করে রাশিয়ার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই সাফল্যের জন্য সতীর্থদের ধন্যবাদ দিলেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড।

টুইটারে কেইন লিখেছেন, ‘বিশ্বকাপ গোল্ডেন বুট জিতে খুব গর্ব হচ্ছে। আমার সতীর্থদের ছাড়া এটা সম্ভব ছিল না। এই অর্জনের নেপথ্যে ছিল কঠোর পরিশ্রম।’

গত প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেইন নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে, ক্রিস্তিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু ও দেনিস চেরিশেভের চেয়ে দুই গোলে এগিয়ে থেকে বিশ্বকাপ শেষ করেন।

তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোলের পর পানামার জালে তিনবার বল পাঠান কেইন। গ্রুপেই ৫ গোল করেন তিনি। কিন্তু নকআউটে তৃতীয় স্থান নির্ধারণীসহ ৩ ম্যাচ খেললেও গোল করেন মাত্র একটি, শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে। তারপরও গোল্ডেন বুট উঠেছে কেইনের হাতেই। গোল ডটকম