‘বিবিসি’ থেকে ‘বিবিএ’

বেনজিমা, বেল ও আসেনসিওকে নিয়ে রিয়ালের ‘বিবিএ’চলে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, ভেঙে গেছে রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’। সান্তিয়াগো বার্নাব্যুতে কয়েক বছর ধরে চলা আক্রমণভাগের এই নাম মুছে যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন ত্রিশূল বানিয়ে ফেলেছে স্প্যানিশ মিডিয়া। রিয়াল মাদ্রিদের নতুন আক্রমণভাগকে ডাকছে তারা ‘বিবিএ’ নামে।

বেল, বেনজিমা ও ক্রিস্তিয়ানো- তিন খেলোয়াড়ের প্রথম অক্ষর নিয়ে স্প্যানিশ মিডিয়া ২০১৩ সালে তৈরি করে ‘বিবিসি’। রিয়ালের আক্রমণভাগে এই তিন খেলোয়াড়ের দাপটে প্রতিপক্ষরা ভেসেছে গোলের বন্যায়। গত মৌসুমে ‘বিবিসি’কে একসঙ্গে খুব একটা পাওয়া না গেলেও বরাবরই ছিলেন তারা আলোচনায়। তবে এবারের মৌসুমে সেটা নিয়ে আলোচনার আর কোনও সুযোগই রইল না। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় ভেঙে গেছে ‘বিবিসি’।

তাই বলে তো আর থেমে থাকবে না রিয়াল। বসে নেই স্প্যানিশ সংবাদমাধ্যমও। তারা ঠিকই তৈরি করে ফেলেছে ‘লস ব্লাঙ্কোদের’ নতুন আক্রমণভাগ। বেল-বেনজিমার সঙ্গে মার্কো আসেনসিওকে যোগ করে নাম দিয়েছে ‘বিবিএ’। বেলের ‘বি’ ও বেনজিমার ‘বি’-এর সঙ্গে আসেনসিও’র ‘এ’ মিলিয়ে তৈরি করেছে ‘বিবিএ’।

রোনালদো চলে যাওয়ায় নতুন কোচ জুলেন লোপেতেগি নাকি দল সাজাচ্ছেন বেলকে কেন্দ্র করে। যেখানে আক্রমণভাগে তার সঙ্গে থাকছেন বেনজিমা ও আসেনসিও। গত মৌসুমটা একেবারেই ভালো কাটেনি বেলের। এমনকি শোনা গিয়েছিল, গ্রীষ্মের দলবদলে রিয়াল বিক্রি করে দেবে তাকে! পরিকল্পনা যদি থেকেও থাকে, তবু এখন আর সম্ভব হচ্ছে না রোনালদো বার্নাব্যু ছেড়ে যাওয়ায়।

আসেনসিও গত দুই মৌসুমে বেশ ভালোই আলো ছড়িয়েছেন রিয়ালের জার্সিতে। এমনকি বেলকে পেছনে রেখে জিনেদিন জিদান তাকেই রাখতেন পছন্দের একাদশে। জিদান চলে গেলেও নতুন কোচ লোপেতেগির পরিকল্পনায় বেশ ভালোমতোই আছেন এই উইঙ্গার।

বেনজিমা রিয়ালের পছন্দের একাদশের নিয়মিত সদস্য। রোনালদো চলে যাওয়ায় সিনিয়র খেলোয়াড় হিসেবে তার দায়িত্বটা এখন আরও বেশি। মাদ্রিদের ক্লাবটির ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়নস লিগ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ড সেই প্রত্যাশার জবাব কতটা দিতে পারেন, সেটাই এখন দেখার।

একই সঙ্গে ‘বিবিসি’ ভেঙে তৈরি হওয়া ‘বিবিএ’তে ভর করে রিয়াল সাফল্যের ধারা সচল রাখতে পারে কিনা, সেদিকে নজর তো থাকবেই! মার্কা