ভারতকে হারিয়ে মালদ্বীপ চ্যাম্পিয়ন

দ্বিতীয় গোলের পর মালদ্বীপের উচ্ছ্বাস২০০৮ সালে ভারতকে হারিয়ে সাফ ‍ফুটবলে প্রথমবার শিরোপা জিতেছিল মালদ্বীপ। ১০ বছর পর সেই ভারতকে হারিয়েই তারা চ্যাম্পিয়ন। শনিবার দ্বাদশ সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপ জিতেছে ২-১ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পেয়েছে ভারত। কিন্তু বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে লক্ষ্যভেদ করতে পারেননি মানভির সিং।

১৯ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান নাইজের পাস ধরে বক্সে ঢুকে গোলকিপারের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম হোসেন। পিছিয়ে পড়ে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও ম্যাচে ফিরতে পারেনি টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন ভারত।

২৪ মিনিটে আশিক কুরুনিয়ানের হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩০ মিনিটে কুরুনিয়ানের ক্রস থেকে ছোট ডি-বক্সের ভেতরে থাকা ফারুক হাজি শট নিতে পারেননি। দুই মিনিট পর মানভির সিংয়ের গড়ানো শট সাইড বার ঘেঁষে বেরিয়ে যায়। ৪২ মিনিটে সুযোগ পেয়েছিল মালদ্বীপও। কিন্তু আলী ফাসিরের ফ্রি-কিক ক্রসবার উঁচিয়ে চলে যায়।

বিরতির পর অবশ্য হতাশ হতে হয়নি মালদ্বীপকে। ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হামজা মোহাম্মদের পাস ধরে অফসাইড ট্র্যাপ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন ফাসির।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে সুমিত পাসির প্লেসিং শটে ব্যবধান কমিয়েছে ভারত, কিন্তু সমতা ফেরাতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয়ে যায়  মালদ্বীপের শিরোপা উৎসব।