৫ মাস মাঠের বাইরে আব্দুল্লাহ

মোহাম্মদ আব্দুল্লাহনীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচের ঠিক আগে পাওয়া চোটে ৫ মাসের জন্য ছিটকে গেলেন বাংলাদেশের মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ।

শ্রীলঙ্কা ম্যাচের আগে রংপুরে অনুশীলন করতে গিয়ে হঠাৎ পায়ে ব্যথা পান আব্দুল্লাহ। বাঁ পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে।

২০০৬ সালে মালদ্বীপের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের জার্সি পরেন আব্দুল্লাহ। তারপর থেকে খেলেছেন নিয়মিত। ইন্দোনেশিয়াতে এশিয়ান গেমস খেলে এসে সাফের মূল দলে জায়গা পেতে চেয়েছিলেন তিনি। এজন্য চোখ ছিল শ্রীলঙ্কার ম্যাচে। কিন্তু তার আগেই চোটের কাছে হার মানতে হলো তাকে।

এ কারণে দেশের মাটিতে সাফ তো খেলা হলোই না, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপেও বাদ আব্দুল্লাহ। আফসোসের শেষ নেই তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক আশা ছিল সাফ ফুটবলে খেলব। ঘরের মাঠে বাংলাদেশ দলকে নিজেকে দেখতে পাব। কিন্তু কিভাবে যেন কী হয়ে গেল! অনুশীলন মাঠের সাইড লাইন ঠিকমতো পরিচর্যা না করায় সেখানে পা মচকে বড় বিপদে পড়ে যাই। লিগামেন্টই ছিড়ে গেল।’

দেশে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া মৌসুমের শুরুতেও দেখা যাবে না আব্দুল্লাহকে। এ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উঠে আসা এই ফুটবলার বললেন, ‘কী করব বলুন। পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছে। সুস্থ হতে এখন বেশ সময় লাগবে। আবার মাঠের লড়াইয়ে ফিরে আসতে ৫ মাস লাগবে। তবে আমি আশা ছাড়ছি না। মাঠে আমি ফিরবই।’

কয়েক দিন আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আব্দুল্লাহ। এবার সুস্থ হওয়ার লড়াই করতে হবে তাকে।