‘যে কোনও দল চাইবে নেইমারকে’

নেইমারনেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার নতুন নতুন সব খবর ছাপা হচ্ছে ইউরোপিয়ান মিডিয়ায়। এই গুঞ্জন যেন থামার নয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে চলা আলোচনার অযৌক্তিক কিছু দেখেন না রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেস। তার মতে, বিশ্বের যে কোনও দলই চাইবে নেইমারকে।

খুবই বাজে সময় কাটাচ্ছে রিয়াল। জিনেদিন জিদানের পর ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারছেন না নতুন কোচ জুলেন লোপেতেগি। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়নস লিগেরও বেহাল দশা মাদ্রিদের অভিজাতদের। যদিও এই ‘সমস্যা’ থেকে রিয়াল ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ভাসকেসের।

দলবদলের বাজারে নেইমার এখন ‘হটকেক’। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পরও তাকে জড়িয়ে রিয়ালের খবর ছাপা হচ্ছে প্রায় প্রতিনিয়ত। এই আলোচনায় বাড়তি রসদ জোগালেন এবার রিয়াল উইঙ্গার ভাসকেস।

নেইমারের সান্তিয়াগো বার্নাব্যুতে আসা প্রসঙ্গে তার বক্তব্য, ‘(নতুন) খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আলোচনাটা এখন একটু তাড়াতাড়িই হয়ে যাবে। এখন যা আছে, আমরা সেটা নিয়েই থাকতে চাই। দেখা যাক সামনে কী হয়।’ এরপরই বললেন, ‘সে (নেইমার) গ্রেট খেলোয়াড়, একজন তারকা, যে কোনও দল তাকে নিতে চাইবে।’

রিয়ালের বর্তমান অবস্থা নিয়ে দলটির যুব দল থেকে উঠে আসা ভাসকেসের বক্তব্য, ‘আমরা সবসময় জয়ের মধ্যেই থাকি, আর যখন এটা হয় না, তখন স্বাভাবিকভাবেই সতর্কের ঘণ্টা বেজে ওঠে। এখন সময় সবার একতাবদ্ধ থাকার। চারপাশের অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।’ মার্কা