আবাহনীতে হাইতির স্ট্রাইকার বেলফোর্ট

বাংলাদেশে প্রথম খেলতে এসেছেন কেরভেন্স বেলফোর্টএসেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে ট্রায়াল দিতে, কিন্তু জায়গা হলো টানা দুবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডে। হাইতির স্ট্রাইকার কেরভেন্স বেলফোর্টকে পেয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে আশাবাদী আকাশি-নীল দল।

আবাহনীর আক্রমণভাগে নাইজেরিয়ান সানডে চিজোবার সঙ্গে জুটি বেঁধে জ্বলে ওঠার অপেক্ষায় বেলফোর্ট। এর মধ্যে আবাহনীর জার্সিতে প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে তার পারফরম্যান্সে খুশি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশে প্রথম খেলতে আসা বেলফোর্ট মন জয় করতে চান ফুটবল-ভক্তদের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন,‘বাংলাদেশে প্রথম খেলতে এসে আবাহনীর মতো চ্যাম্পিয়ন দলে জায়গা হয়েছে। নামের প্রতি সুবিচার করতে চাই, ভালো পারফর্ম করতে চাই। দলকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য।’

হাইতি জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে ১২ গোল করা বেলফোর্টের আরেকটি লক্ষ্য, ‘স্ট্রাইকার হিসেবে গোল করাই আমার কাজ। আমার লক্ষ্য সর্বোচ্চ গোলদাতা হওয়া। লক্ষ্যপূরণ হবে কিনা সেটা ভবিষ্যতই বলে দেবে।’

ঢাকায় হাইতির প্রথম ফুটবলার সনি নর্দে সাফল্য-জনপ্রিয়তা দুটোই পেয়েছিলেন। ঢাকা থেকে কলকাতায় গিয়েও তিনি সফল। বাংলাদেশে নর্দের মতো জনপ্রিয় হতে চান ২৬ বছর বয়সী বেলফোর্ট, ‘সনির সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। বাংলাদেশে আমিও তার মতো সুনাম অর্জন করতে চাই, জনপ্রিয়তা চাই।’