অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের সামনে বাংলাদেশের মেয়েরা

অনুশীলনে বাংলাদেশের মেয়েরাআরেকটি প্রতিযোগিতায় লড়াই করতে যাচ্ছেন বাংলাদেশেরে মেয়েরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তাদের অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব। প্রথম দিনেই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় হবে এ ম্যাচ।

‘সি’ গ্রুপে বাংলাদেশ ও মিয়ানমার ছাড়া অন্য দুটি দল হলো ভারত ও নেপাল।

অলিম্পিকের প্রাথমিক পর্বের বাছাইয়ে চার গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে আগে থেকেই আছে উজবেকিস্তান ও ভিয়েতনাম। তৃতীয় রাউন্ডে যাবে তিন দল। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে পাঁচটি দল। ফাইনাল পর্ব হবে চারটি দল নিয়ে। শীর্ষ দুটি দল যাবে টোকিও অলিম্পিকে।

তবে বাংলাদেশ সেই পর্যন্ত যাওয়ার আশা করছে না। প্রথম পর্ব পেরোনোই তাদের জন্য কঠিন। বিশেষ করে স্বাগতিক মিয়ানমার বেশ শক্তিশালী। ফিফা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে, ৪৪তম। অন্যদিকে বাংলাদেশ দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকায় র‌্যাংকিংয়ে নেই।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন তাই একে দেখছেন অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবে, ‘আমরা এই আসর থেকে অনেক কিছু শিখতে আসছি। এক বছর ধরে মেয়রা অনুশীলনে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো খেলার জন্য। প্রতিপক্ষ সবাই শক্তিশালী দল। আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাই অনেক কিছু শেখার আছে তাদের।’

অধিনায়ক সাবিনা খাতুন জানান দল সর্বোচ্চটা দিয়ে খেলবে। তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ। সেরাটা দিয়ে খেলব। প্রথমবারের মতো শক্তিশালী মিয়ানমারে বিপক্ষে খেলা। দোয়া চাই সবার কাছে, যেন আমরা ভালো খেলতে পারি।’

মিয়ানমার কোচ উইন থু এমবে নিজেদের গ্রুপ ফেভারিট দাবি করছেন, ‘আমরা এই গ্রুপের ফেভারিট দল। এছাড়া ফিফা র‌্যাংকিংয়ে আমরা ভালো অবস্থানে আছি। চীন ও জাপানের সঙ্গে আমরা প্রীতি ম্যাচ খেলেছি। এখন গ্রুপে সব ম্যাচ জিততে চাই।’