ক্যামেরুনের বিপক্ষেও ব্রাজিলের একাদশে ফিরমিনো

রবের্তো ফিরমিনোরাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের একাদশে নিয়মিত মুখ ছিলেন গাব্রিয়েল জেসুস। তিতের পছন্দের ‘নাম্বার নাইন’ ফুটবল মহাযজ্ঞে ছিলেন ধারাবাহিক ব্যর্থ। এরপরও রবের্তো ফিরমিনোকে নামতে হয়েছে বদলি হিসেবে। তবে এবারের ফুটবল বিরতিতে উরুগুয়ের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড। তিতে নিশ্চিত করেছেন, ক্যামেরুনের বিপক্ষেও শুরুতে মাঠে থাকবেন ফিরমিনো।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১-৩০ মিনিটে আফ্রিকান দেশটির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইংল্যান্ডের স্টেডিয়াম এমকে’র ম্যাচটিতে একাদশে থাকছেন ফিরমিনো। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুসকে বেঞ্চেই থাকতে হচ্ছে এই ম্যাচে। উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে ফিরমিনো গোল না পেলেও তার ওপর আস্থা রাখছেন তিতে।

নেইমার ও দগলাস কোস্তার সঙ্গে আক্রমণভাগে ফিরমিনোর থাকার বিষয় নিশ্চিত করেছেন সেলেসাও কোচ। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে খেলা ২৮ ম্যাচের ১৭টিতেই শুরুতে বেঞ্চে থাকতে হয়েছে লিভারপুল তারকাকে। তবে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে আরও বেশি সুযোগ দেওয়াটা ‘উচিত’ বলে মনে করছেন তিতে।

ব্রাজিল কোচ বলেছেন, ‘রবের্তো ফিরমিনো এখনও বলতে গেলে দলের নতুন খেলোয়াড়। তাই তাকে এই পজিশনে আরও বেশি সুযোগ দেওয়া উচিত, যাতে সে তার আশপাশের খেলোয়াড়দের ভালো করে বুঝতে পারে।’

বিশ্বকাপের পর থেকে জেসুসের ওপর আস্থা কমতে শুরু করেছে তিতের। মাঝে একবার স্কোয়াডের বাইরেও রেখেছিলেন ম্যানসিটি ফরোয়ার্ডকে! একই সঙ্গে ফর্মে থাকা ফিরমিনোর ওপর জোর দিয়েছেন তিনি। স্কাই স্পোর্টস