ইতালিয়ান ডার্বি জিতে জুভেন্টাসের রেকর্ড

জয়ের পর জুভেন্টাসের উল্লাসকঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস আগেই পেয়েছিলেন মাসিমিলিয়ানো আলেগ্রি। লিগ টেবিলের শীর্ষে থাকার পরও ইন্টার মিলানকে নিয়ে ভয়ে ছিলেন জুভেন্টাস কোচ। মাঠের ফুটবলেও সেটা ধরা পড়লো স্পষ্ট। যদিও উত্তেজনায় ঠাসা ইতালিয়ান ডার্বি ১-০ গোলে জিতে নিয়েছে জুভেন্টাসই। মারিও মানজুকিচের লক্ষ্যভেদে পাওয়া জয়ে পয়েন্টের রেকর্ডও গড়েছে তারা।

জুভেন্টাসের আলিয়েঞ্জ স্টেডিয়ামের ম্যাচের আগে স্বাগতিকদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ছিল ইন্টার। এরপরও প্রতিপক্ষকে সমীহ করে শিষ্যদের সতর্কবার্তা দিয়েছিলেন আলেগ্রি। কেন দিয়েছিলেন, তা ম্যাচের প্রথম মিনিট থেকেই দেখিয়েছে ইন্টার। শুক্রবার রাতের ম্যাচে হেরে গেলেও মিলানের ক্লাবটি ঘাম ঝরিয়ে ছেড়েছে জুভেন্টাসের।

মানজুকিচের গোলে আসা জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। ১৫ ম্যাচ শেষে তুরিনের ক্লাবের পয়েন্ট ৪৩, আর এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৩২। পয়েন্টের হিসাবে এক রেকর্ডে ভাগ বসিয়েছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ১৫ ম্যাচে তাদের ৪৩ পয়েন্ট ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসের সর্বোচ্চ। তাদের মতো পিএসজিও চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে সমান পয়েন্ট পেয়েছে প্রথম ১৫ ম্যাচে।

রেকর্ড গড়া ম্যাচের প্রথমার্ধে ইন্টারের আক্রমণাত্মক ফুটবলে বেশ পরীক্ষা দিতে হয়েছে জুভেন্টাসকে। ভাগ্য সহায় হওয়ায় পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা পায় স্বাগতিকরা। দুর্দান্ত আক্রমণে পেয়ে যাওয়া ফাঁকা জায়গা থেকে রবের্তো গাগলিয়ার্দিনির নেওয়া শট পোস্টে লেগে ফিরে না এলে ম্যাচের চিত্রনাট্য অন্যরকম হতেই পারতো।

তবে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ভুল করেননি মানজুকিচ। জোয়াও কানসেলোর ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ক্রোয়েট উইঙ্গার। শেষ পর্যন্ত ওই গোলটাই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। গোল ডটকম