লা লিগার শিরোপায় চোখ রিয়াল কোচের

রিয়াল মাদ্রিদ কোচ সোলারি।লা লিগায় সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর শিরোপা দৌড়ে নিজের দলকে দেখছেন সান্তিয়াগো সোলারি। ২-০ গোলে জয়ের পর লস ব্লাঙ্কোসদের কোচ বললেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়।’

অসম্ভবকে সম্ভব করতে পয়েন্ট হারানো চলবে না রিয়ালের। শিষ্যদের সে কথা মনে করিয়ে সোলারির মন্তব্য, ‘প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে শেষ পর্যন্ত লড়াই করবো আমরা।’

জয়ের পর লুকা মদরিচের প্রশংসা করেছেন কোচ। চোট পেয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলে ম্যাচের শেষ দিকে গোল করেছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী মদরিচ। সোলারি তাই ক্রোয়াট তারকার প্রশংসায় উচ্ছ্বসিত,  ‘মাথায় চোট নিয়েও সে আজ অসাধারণ খেলেছে। সে একজন লড়াকু যোদ্ধা।’

মদরিচের লড়াকু মানসিকতা অন্যদের অনুপ্রাণিত করেছে বলেই সোলারির বিশ্বাস, ‘বিরতির সময় সে ১৫ মিনিট চিকিৎসকের টেবিলে ছিল। সেখান থেকে এসে দ্বিতীয়ার্ধে সে দুর্দান্ত খেলেছে। এমনকি শেষ মিনিটে গোলও করেছে। এ থেকেই দলের প্রতি তার মনোভাব বোঝা যায়।’