নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ

নেপালের ডিফেন্স ভাঙার চেষ্টা করছেন স্বপ্না (ডানে)গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতকে এড়াতে পারতো বাংলাদেশের মেয়েরা। কিন্তু হলো না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে তারা।

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। আগামী ২০ মার্চ সেমিফাইনালে সাবিনা-আঁখিদের প্রতিপক্ষ হবে তখন তারাই।

শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের কাছে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই তারা হজম করেছে তিন গোল। ৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন হেডে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান। সাবিত্রা ভাণ্ডারি ২৩ মিনিটে সামনের দিকে এগিয়ে আসা গোলরক্ষক রুপনা চাকমার পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

পাঁচ মিনিট পর সাবিত্রার পাস থেকে মাঞ্জালি কুমারির প্লেসিংয়ে তৃতীয় গোল করে নেপাল। বিরতির পর বাংলাদেশ একটিও গোল শোধ দিতে পারেনি।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপের সঙ্গে।