এখনই হাল ছাড়তে রাজি নন সাবিনা-মারিয়াদের কোচ

সাফল্যের জন্য মেয়েদের আরও সময় দিতে চান কোচ ছোটনসাফ মহিলা ফুটবলে গতবার ফাইনালে উঠলেও এবার সেমিফাইনালে লড়াই শেষ বাংলাদেশের। গতবারের মতো এবারও সাবিনার দল পরাস্ত হয়েছে ভারতের কাছে। হারের ব্যবধান বেশ বড়, ৪-০। কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নন। তার দৃঢ় বিশ্বাস, আরেকটু সময় দিলে এই মেয়েরাই একদিন সাফল্য এনে দেবে বাংলাদেশকে।

বুধবার নেপালের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে সেমিফাইনালে সাবিনা-মারিয়ারা তেমন লড়াই করতে পারেননি। প্রথমার্ধেই তিন গোল করে ভারত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে।

বয়সভিত্তিক ফুটবলে এই ভারতের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের মেয়েদের। ২০১৭ সালে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজ দল। কিন্তু জাতীয় দলের লড়াইয়ে প্রতিবেশীর সঙ্গে কিছুই করতে পারেনি।

তবে সেজন্য মেয়েদের দোষ দিচ্ছেন না কোচ। ম্যাচ শেষে ছোটন বলেছেন, ‘আমাদের মেয়েদের গড় বয়স কতো? ওদের অভিজ্ঞতাই বা কতটুকু? এসব তো জানেন আপনারা। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলা, আর সেই লক্ষ্য পূরণ হয়েছে। সাফল্যের জন্য মেয়েদের আরও সময় দিতে হবে।’

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তাই সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়াতে পারেনি। তিন ম্যাচে ৭ গোল খেলেও টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেক অর্জন বলে ছোটনের ধারণা, ‘শক্তিশালী নেপাল ও ভারতের বিপক্ষে খেলে মেয়েরা অনেক কিছু শিখেছে। আজ নিজেদের ভুলে প্রথম গোল খাওয়ার পর দল একেবারে ছন্নছাড়া হয়ে যায়। আসলে বয়স কম বলে মেয়েরা ভুল করেছে। তবে তারা লড়াইয়ের চেষ্টা করেছে।’