লিভারপুল ডিফেন্ডার জানেন না কিভাবে আটকাবেন মেসিকে

ভারগিল ফন ডাইক ও লিওনেল মেসিআরেকটি চ্যাম্পিনয়স লিগ ফাইনালের হাতছানি বার্সেলোনার সামনে। তবে তার জন্য দিতে হবে কঠিন পথ পাড়ি, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। অন্যদিকে ইংলিশ ক্লাবটির দুশ্চিন্তা লিওনেল মেসিকে নিয়ে। বার্সেলোনা ফরোয়ার্ডকে কিভাবে থামানো যাবে, সেটা জানেন না লিভারপুল ডিফেন্ডার ভারগিল ফন ডাইক।

‍ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অন্যদিকে পোর্তোকে সহজেই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। তবে শেষ চারে ইংলিশ ক্লাবের সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে মেসির দুর্দান্ত ফর্ম দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে অলরেডস ক্যাম্পে।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচ থাকলে প্রত্যেক প্রতিপক্ষ কোচেরই মূল লক্ষ্য থাকে মেসিকে আটকানোর। যে কাজটা করে থাকেন ওই দলের ডিফেন্ডাররা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সাজানো ছকে মেসিকে আটকানোর অন্যতম হাতিয়ার হবেন ফন ডাইক। অথচ তিনি বুঝতেই পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঠেকাবেন কী করে!

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডাচ ডিফেন্ডার বলেছেন, ‘আমার কোনও ধারণা নেই, আমরা কিভাবে তাকে (মেসি) আটকাবো। দেখা যাক কী হয়। আমরা পুরো দল হিসেবে কাজটা করব।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের কখনোই ওয়ান ‍টু ওয়ান ভাবা উচিত হবে না। একটা দলকে প্রতিহত করতে একসঙ্গে কাজ করতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে সামনের বুধবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল। পরের মঙ্গলবার অ্যানফিল্ডে নামবে দ্বিতীয় লেগে। মার্কা