গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে কিরগিজদের মুখোমুখি বাংলাদেশ

জয়ের শপথই যেন নিলেন মেয়েরাবঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে জিতলেও গোলের সুযোগ নষ্ট করার আক্ষেপ ছিল বাংলাদেশের। আজ ‘বি’ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে একই ভুল করতে চান না মৌসুমী-স্বপ্নারা। গোল ব্যবধান বাড়িয়ে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, আর টিভি ও নাগরিক টিভি।

আরব আমিরাত দুটি ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও কিরগিজস্তান। এখন লড়াইটা গ্রুপসেরা হওয়ার। এই দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে। ১০-০ গোলে কিরগিজদের উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ।

দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী ভালো খেলে গ্রুপ সেরা হতে চাইছেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমাদের আর কী পরিকল্পনা থাকতে পারে! আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। কিরগিজস্তান ভালো দল, তারা ভালো খেলেই আরব আমিরাতের বিপক্ষে জিতেছে। আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। এই ম্যাচে ভুল-ত্রুটি শুধরে সুযোগ পেলেই গোল করতে হবে। তবে কিরগিজদের মোটেও আমরা দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখছি না।’

বাংলাদেশের চোখ যে আরও উপরের দিকে সেটাই বললেন সহঅধিনায়ক মারিয়া মান্ডা, ‘কিরগিজরা এখানে এসেছে ভালো ফল করার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হবো। তাদের খেলা দেখে মনে হয়েছে তারা ভালো দল আর শক্তিশালী।’

দলের ডিফেন্ডার আঁখি খাতুনের ভাষ্য, ‘তারা শারীরিক শক্তিতে ও উচ্চতায় ভালো। তাদের খেলা দেখার পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি কীভাবে খেললে তাদের হারাতে পারবো।’

আরব-আমিরাত ম্যাচে ম্যাচসেরা কৃষ্ণা রানী সরকারের অভিমত, ‘আসলে প্রথম ম্যাচে আমাদের অনেক ভুল হয়েছে, গোল মিস করেছি। সেগুলো যেন না হয়, সেজন্য অনুশীলনে আমরা অনেক কাজ করেছি।দ্বিতীয় ম্যাচে যেন সেই ভুলগুলো না হয় সেই চেষ্টা করবো। তাদেরকে হারানোর আত্মবিশ্বাস অবশ্যই আছে।’

কিরগিজস্তানও বাংলাদেশের বিপক্ষে সেরা খেলাটা খেলতে চাইছে। তাদের কোচ গাইভোরনোস্কিয়া নাতালিয়া বলেছেন, ‘দুই দলের মধ্যে উপভোগ্য ম্যাচ হবে। দুই দলই প্রথম জিতেছে। তবে স্বাগতিকরা দ্রুতগতিতে খেলে থাকে। তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে।’