বার্সেলোনার স্কোয়াডে ফিরলেন দেম্বেলে

উসমান দেম্বেলেচোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন আগেই। এবার বার্সেলোনার স্কোয়াডেও যোগ দিলেন উসমান দেম্বেলে। এই ফরোয়ার্ড ফিরলেও এরনেস্তো ভালভারদের দলে জায়গা হয়নি মিডফিল্ডার ইভান রাকিতিচের।

আগামীকাল (মঙ্গলবার) রাতে ‍ন্যু ক্যাম্পে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হতে যাচ্ছে ভিয়ারিয়ালের। লা লিগার এই ম্যাচের জন্য ১৮ সদস্যের দলে রয়েছেন দেম্বেলে। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফরাসি ফরোয়ার্ড। বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকার পর আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত তিনি।

চলতি মৌসুমে খারাপ পরিস্থিতিতে বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে মাত্র ৭ পয়েন্ট তুলতে পেরেছে তারা। সবশেষ গ্রানাদার মাঠ থেকে বর্তমান চ্যাম্পিয়নরা ফিরেছে ২-০ গোলের হার নিয়ে। সেই হতাশা কাটিয়ে ওঠার মিশনে ন্যু ক্যাম্পে তারা মুখোমুখি হতে যাচ্ছে ভিয়ারিয়ালের।

দেম্বেলে ফিরলেও স্কোয়াডে জায়গা হয়নি রাকিতিচের। বাদ পড়ার কারণ হিসেবে মাঝমাঠের খেলোয়াড়দের ‘লড়াই করে’ জায়গা করে নেওয়ার ইঙ্গিতই দিয়েছেন কোচ ভালভারদে।

দেম্বেলের ফেরা মানে হলো, চলতি মৌসুমে বার্সেলোনা পুরো শক্তির আক্রমণভাগ পাচ্ছে প্রথমবার। লিওনেল মেসি, লুই সুয়ারেস, আন্তোয়ান গ্রিয়েজমান, দেম্বেলের সঙ্গে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড আনসু ফাতি। গোল ডটকম