মেসিই আমাদের ম্যারাডোনা: সাবেলা

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একাই আলো ছড়াচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বসেরা আক্রমণভাগ নিয়েও মেসি ছাড়া নিষ্প্রভ রয়েছেন আগুয়েরো, হিগুয়েইনরা। মোটকথা দলকে একাই দ্বিতীয় পর্বে টেনে তুলেছেন আর্জেন্টাইন জাদুকর মেসি। মেসির এই পারফর্মেন্সেই খুশি হয়ে তাকে প্রসংশা বৃষ্টিতে ভিজিয়েছেন কোচ আলেহান্দ্রো সাবেলা। শুধু প্রসংশাই নয়, তাকে তুলনা করেছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপে জেতানো কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গেও! মেসির আলো ছড়ানো ক্রীড়াশৈলী প্রসঙ্গে সাবেলা বলেছেন, 'এবার বিশ্বকাপে নজর কাড়া পারফর্ম করেছে মেসি। যেটা আমারা প্রত্যেকেই চেয়েছিলাম।' প্রথম পর্বে আর্জেন্টিনার ছয় গোলের চারটিই করেছেন চারবারের ব্যালন ডি'ওর জেতা মেসি। মেসির এ পারফর্মেন্সে ভর করেই দ্বিতীয় পর্বে স্থান করে নিয়েছে সাবেলার দল। সাবেলাসহ পুরো আর্জেন্টিনাই কায়মনোবাক্যে চাইছিল এটা। এদিকে, মেসি বন্দনায় সাবেলা আরও বলেছেন, 'আমি এবং দলের সবাই চেয়েছে মেসি এভাবে পারফর্ম করুক। মেসি সেই চাওয়াকে সম্মানিত করেছে। সত্যি বলতে মেসির এ পারফর্মেন্সে আমরা সত্যিই আনন্দিত। আর বর্তমানে মেসিই আমাদের ভরসা। ঠিক যেভাবে একসময় ম্যারাডোনা ছিলেন।' দ্বিতীয় পর্বে মঙ্গলবার সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আবারও জ্বলে উঠতে মেসিকে। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড খেলাটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।