ফাইনালে উঠলেই জেমি ডে খুশি

এসএ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন জেমি ডে (ফাইল ছবি)নেপালে আসন্ন এসএ গেমস সামনে রেখে ফুটবল দলের অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিকে’ বাংলাদেশের কোচ জেমি ডে’র লক্ষ্য ফাইনালে খেলা।

আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এসএ গেমসের জন্য শক্তিশালী দল গড়েছেন কোচ। দলের ২০ সদস্যের ১৬ জনই সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তিন সিনিয়র খেলোয়াড় হলেন জামাল ভূঁইয়া, ইয়াসিন খান ও নাবীব নেওয়াজ জীবন।

নেপালে সাফল্য পেতে তাই আশাবাদী বাংলাদেশের ইংলিশ কোচ, ‘আমরা ফাইনালে যেতে চাই। সেখানে ভালো খেলতে পারলে শিরোপা জেতাও সম্ভব। এসএ গেমসে পদক জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের।’

আপাতত ২৫ নভেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে জেমি, ‘শেখ রাসেলের বিপক্ষে ছেলেদের পরখ করতে চাই। পরদিন নেপালে যেতে পারি আমরা।’