ব্যালন ডি’অর র‌্যাংকিং তালিকা ‘ফাঁস’, বিজয়ী মেসি!

ব্যালন ডি’অরেও হাড্ডাহাড্ডি লড়াই হবে ফন ডাইক ও মেসিরগত নভেম্বরের শেষ দিকে বোমা ফাটানো খবর দিয়েছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’। আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণার সপ্তাহখানেক আগে তাদের দাবি, এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে মেসির হাতে এবং বিষয়টি বার্সেলোনা ফরোয়ার্ডকে নিশ্চিত করেছে ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃপক্ষ। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে বিজয়ীর হাতে পুরস্কার দেওয়ার ঠিক আগের দিন ‘ফাঁস’ হলো ব্যালন ডি’অর র‌্যাংকিং তালিকা। যেখানে মিলে গেছে বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিকটির দাবি।

সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যালন ডি’অরের র‌্যাংকিং তালিকা। তবে সেটা অফিসিয়াল নাকি ভুয়া সেটা স্পষ্ট হওয়া যাচ্ছে না। ভোটিং কার্যক্রম শেষ হয়ে গেছে গত ৯ নভেম্বর। এই তালিকায় বিজয়ী হিসেবে দেখা গেছে লিওনেল মেসির নাম। যেখানে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে উয়েফা বর্ষসেরা ভার্জিল ফন ডাইকের। ধারেকাছে নেই ক্রিস্তিয়ানো রোনালদো।

টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ৪৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে মেসি। ফন ডাইক ৩৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। লিভারপুল ডিফেন্ডারের সতীর্থ মোহাম্মদ সালাহ আছেন তিন নম্বরে, পাঁচবারের বিজয়ী রোনালদোর ঠিক ওপরে।

সাদিও মানে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। পিএসজি তারকা কাইলিয়ান এমবাপে সপ্তম স্থানে। বছরের সেরা ফুটবলারকে এই পুরস্কার দিয়ে থাকে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ীকে।

‘মুন্দো দেপোর্তিভো’র দাবি ও ফাঁস হওয়া তালিকা সত্যি হলে মেসি রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন। ফিফা বর্ষসেরার পুরস্কারও এবার ওঠে তার হাতে।

অবশ্য সোমবার প্যারিসের মঞ্চে এমনিতেই ফেভারিট মেসি। দলীয় সাফল্যে গত মৌসুম ভালো না কাটলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সাকে লা লিগা জেতানোর পথে করেন ৩৬ গোল, হয়েছেন ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা। সব ধরনের প্রতিযোগিতায় ৫০ ম্যাচে তার গোল ছিল ৫১টি।

এই মৌসুমেও আছেন ছন্দে। চোটে শুরুটা মাঠের বাইরে কাটলেও লা লিগায় ৮ ম্যাচে করেছেন ৮ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে তিনি বল জালে জড়িয়েছেন ১০ বার। মিরর ইউকে