ইন্টারে যাচ্ছেন ম্যানইউ অধিনায়ক ইয়ং

2020-01-04T185802Z_680657159_RC269E9VH476_RTRMADP_3_SOCCER-ENGLAND-WLV-MUN-REPORTইন্টার মিলানে যাওয়ার অভিপ্রায় আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়েছেন অ্যাশলি ইয়ং। ক্লাবের গত তিন ম্যাচেও দেখা যায়নি তাকে। গতকাল বৃহস্পতিবার বিবিসি জানায়, ১৫ লাখ ইউরো ফিতে ইতালিয়ান জায়ান্টদের কাছে ইংলিশ ডিফেন্ডারকে ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ক্লাব।

স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ শুক্রবার ইতালিতে যাচ্ছেন ইয়ং। ওখানেই হবে চুক্তির আনুষ্ঠানিকতা। জানুয়ারির এ দলবদল চূড়ান্ত হলে ওল্ড ট্রাফোর্ডে ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের সাড়ে ৮ বছরের অধ্যায় শেষ হবে। ইংল্যান্ডের হয়ে ৩৯ ম্যাচ খেলা ইয়ং ২০১১ সালে অ্যাস্টন ভিলা থেকে ম্যানইউতে যোগ দেন।

২০১৩ সালে ম্যানইউর হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন ইয়ং। তিন বছর পর জেতেন এফএ কাপ। ২০১৭ সালে লিগ কাপ ও ইউরোপা লিগ ট্রফিও হাতে নেন তিনি। সব মিলিয়ে ২৬১ ম্যাচ খেলেছেন ম্যানচেস্টারের ক্লাবে।

এ মৌসুমে অধিনায়ক হন ইয়ং। খেলেন ১৮টি লিগ ম্যাচ, যার ১০টিতে ছিলেন না প্রথম একাদশে।

ম্যানইউ থেকে গত আগস্টে রোমেলু লুকাকুকে কিনে নেয় ইন্টার। ধার করে অ্যালেক্সিস সানচেজকে। এবার ইয়ংকেও নিজেদের করে নিচ্ছে ২০১০ সালের পর প্রথম সিরি ‘আ’ ট্রফির মিশনে নামা ইন্টার। ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা জুভেন্টাসের (৪৮) চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আন্তোনিও কন্তের দল।