৬ গোল করে শেষ ষোলোতে ম্যানইউ

ম্যানইউ গোল উৎসব করলোপ্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের যন্ত্রণা গোল উৎসব করে কমালো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রবিবার এফএ কাপের শেষ ৩২ এর ম্যাচে ট্রানমেরে রোভার্সকে ৬-০ গোলে হারিয়েছে ওলে গুনার সোলশারের ফুটবলাররা।

তৃতীয় স্তরের দলকে পাত্তাই দেয়নি ম্যানইউ। এ মৌসুমের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে তারা। তাতে এফএ কাপের শেষ ষোলোতে ঠাঁই পেয়েছে ইউনাইটেড।

হ্যারি মাগুইরে ম্যানইউর জার্সিতে তার প্রথম গোল করেন। প্রথমার্ধে জালের দেখা পান ডিওগো ডালোট, জেসি লিনগার্ড, ফিল জোন্স ও অ্যান্থনি মার্শাল। বিরতির পর পেনাল্টি থেকে ম্যাসন গ্রিনউড করেন বাকি গোল। লিভারপুল ও বার্নলির কাছে টানা হারের পর এই জয়ে সোলশারের ওপর থেকে চাপ কিছুটা হলেও কমেছে।

১০ মিনিটে মাগুইরের দূর পাল্লার শট পিটার ক্লার্কের গায়ে লেগে জালে জড়ায়। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে তিন মিনিট পর ক্লাবে নিজের প্রথম গোল করেন ডালোট। লিনগার্ডের নিচু ও কোনাকুনি শটে ১৬ মিনিটের মধ্যে ৩-০ স্কোর করে ইউনাইটেড।

বিরতির আগে হেডে চতুর্থ গোল করেন জোন্স। বক্সের প্রান্ত থেকে মার্শালের শট কিয়েরন মরিসের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়। ৫৬ মিনিটে ট্রানমেরে গোলকিপার স্কট ডাভিস ফাউল করেন তাহিথ চংকে। পেনাল্টি থেকে গোলটি করেন গ্রিনউড।