যে হ্যাকারে ডুবলো সিটি

রুই পিন্টোম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গ করার যে সত্যতা মিলেছে সেটা যে উয়েফা তদন্ত করে বের করেছে তা নয়। সিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন নথি চুরি করা এক হ্যাকারের মাধ্যমে উঠে এসেছে ক্লাবের আর্থিক অসঙ্গতি।

ব্রিটিশ পত্রিকা ‘সান’ জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলোচিত ফুটবল লিকসের হ্যাকার ‍রুই পিন্টো সিটির অনেক মেইল হ্যাক করেন। ক্লাবটির উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় ৭০ মিলিয়ন গোপন নথি চুরে করেন তিনি। সেগুলো তুলে দেন ইউরোপের পেশাদার ফুটবলে আর্থিক অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ করা জার্মান পত্রিকা ডার স্পিগেলের হাতে।

পর্তুগালে ছদ্মনামে কাজ করা পিন্টো নথি চুরির পরপরই আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারিতে পড়েন। পরে তাকে গ্রেফতারও করে। যদিও অনিয়মের তথ্য ফাঁস করে প্রশংসিত হন তিনি। অবশ্য এখন বিচারের অপেক্ষায় গত মার্চ থেকে কারাগারে দিন কাটাচ্ছেন ৩১ বছরের এ হ্যাকার।

এতদিন জেলে বন্দি থাকলেও ম্যানসিটির নিষেধাজ্ঞার পর থেকে আবারও আলোচনায় পিন্টো। তাকে মুক্ত করতে প্রচারণা চালাচ্ছেন ফুটবল ভক্তরা। না বললেও চলে, খলনায়ক থেকে এখন নায়ক হতে চলেছেন পিন্টো।