করোনাভাইরাস নয়, ম্যাচে নজর টিসি স্পোর্টসের

সংবাদ সম্মেলনে কথা বলছেন টিসি স্পোর্টসের কোচ মোহাম্মদ সাজলি (মাঝে)মালদ্বীপের টিসি স্পোর্টসের জন্য বাংলাদেশের মাঠ বেশ পয়মন্ত। ২০১৭ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ট্রফি জিতেছিল। পরের বছরের শুরুতে এএফসি কাপে সাইফ স্পোর্টিংকে হারিয়ে গ্রুপে পর্বে জায়গা করে নিয়েছিল তারা। সেই দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। ইউরোপিয়ান ফুটবলে মারাত্মক প্রভাব ফেলেছে ভাইরাসটি। ইতালিয়ান সিরি ‘আ’ যেমন বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগ খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও অনেক ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে। স্বাভাবিকভাবে বাংলাদেশে খেলতে আসা টিসি স্পোর্টসকেও করোনাভাইরাস নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

যদিও দলটির কোচ মোহাম্মদ সাজলি শুধুমাত্র ম্যাচের দিকেই নজর রাখছেন, ‘এই সময়ে এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আমরা দেশ ছাড়ি, তখন থেকেই সচেতন আছি। এএফসির এই ম্যাচ আয়োজনে সহায়তা করতে চাই। যে কারণে আমাদের খেলতে আসা। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ এই ম্যাচকে ঘিরে। ম্যাচের পর আমরা এটা (করোনাভাইরাস) নিয়ে চিন্তা করব। এখন ম্যাচের দিকেই দৃষ্টি আমাদের।’

মাঠে নামার আগে অতিথি দলটির কোচ অবশ্য শক্তির দিক দিয়ে এগিয়ে রাখছে বসুন্ধরা কিংসকে, ‘আমরা প্রথমবারের মতো বসুন্ধরার মুখোমুখি হতে যাচ্ছি। আমার মনে হয় বসুন্ধরা অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে। আমাদের গ্রুপে মাজিয়া ও চেন্নাই এফসি আছে। এর মধ্যে বসুন্ধরা ফেবারিট। তাদের ভালো কিছু করার সুযোগ আছে। তবে আমরা তাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।’

বসুন্ধরাকে ফেবারিট মানলেও গ্রুপে পর্ব পেরোনোর সুযোগ সবারই দেখছেন সাজলি, ‘আমরা জানি বসুন্ধরা কিংস বেশ শক্তিশালী দল। গ্রুপে চার দলেরই পরের পর্বে যাওয়ার সুযোগ আছে। বসুন্ধরার বাড়তি সুবিধা আছে। তাদের বিদেশি সংগ্রহ ভালো। তাদের বার্কোস আছে। সে ভালো ফুটবলার। শুধু সে নয়, অন্যরাও ভালো খেলোয়াড়।’

এএফসি কাপে ‘ই’ গ্রুপে খেলছে মালদ্বীপের দুই দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও টিসি স্পোর্টস। এছাড়া রয়েছে বসুন্ধরা কিংস ও ভারতের চেন্নাই সিটি এফসি।