করোনাতে প্রিমিয়ার ফুটবল লিগ এক ভেন্যুতে?

প্রিমিয়ার লিগ ঢাকায় ফেরানোর ঘোষণা দেন সালাউদ্দিনপ্রিমিয়ার ফুটবল লিগের খেলা চলছে। দেশের সাত ভেন্যুতে এই লিগ হচ্ছে। যা অতীত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কিন্তু কয়েক রাউন্ড যেতে না যেতেই লিগের ভেন্যু কমে আসার ইঙ্গিত মিললো! করোনাভাইরাসের কারণে সাত ভেন্যুতে খেলা নাও হতে পারে। বাফুফে চাইছে লিগ একটি ভেন্যুতে আয়োজন করতে।

বুধবার এএফসি কাপের ম্যাচ দেখার মাঝে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে এক স্টেডিয়ামে লিগ আয়োজন করা যায় কি না সেটি চিন্তা করছি। যদি এই কারণে লিগ বন্ধ করি তাহলে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে। সবার কথা চিন্তা করে এক ভেন্যুতে খেলার আয়োজন নিয়ে শনিবার জরুরি সভা আছে। সেখানেই সিদ্ধান্ত হবে।’

বাফুফে নির্বাচন হবে আগামী ২০ এপ্রিল। করোনাভাইরাসের কারণে সেটি পেছাবে কি না এমন প্রশ্নও উঠেছে। সালাউদ্দিন এখনই অতদূর ভাবছেন না, ‘নির্বাচনের তো দেরি আছে। তখন কী হয় দেখতে হবে।’