করোনাভাইরাস: একবেলা খাবার দিচ্ছে বাফুফে

অসহায়-দুস্থদের একবেলা খাবার দিচ্ছে বাফুফেকরোনাভাইরাস থেকে বাঁচতে সবাই এখন ‘ঘরবন্দি’। সরকার বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়েছে। এই সব অসহায় মানুষদের সাহায্যে অনেকের মতো এগিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

আজ (শুক্রবার) দুপুর থেকে বাফুফে ভবনে এক বেলা করে খাবার দেওয়া শুরু হয়েছে। আজ থেকে প্রতিদিন দুপুরে অসহায়-দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা থাকছে। যতদিন করোনাভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন বাফুফের এই ব্যবস্থা চালু থাকবে।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা বাফুফে থেকে চেষ্টা করছি যত রকমভাবে সবাইকে সাহায্য করা যায়। এখন সবকিছু বন্ধ। অনেক শ্রমিক আছে। যারা কাজ করতে পারছেন না। রিকশাসহ নির্মাণ প্রতিষ্ঠান বন্ধ। তাদের জন্য আমরা দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি। অন্তত যাদের দরকার হয়, তারা খেতে পারবে।’

বাফুফের মতো অন্যরা এগিয়ে আসবেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমাদের মতো যদি সবাই মিলে এটা করা যায় তাহলে অনেকেই বিপদ থেকে রক্ষা পাবে।’