জুভেন্টাসের কোচ ছাঁটাই

মাউরিজিও সারি বরখাস্তটানা নবম স্কুদেত্তো জিতেছে জুভেন্টাস। কিন্তু তুরিনের ক্লাবটির ‘মিশন চ্যাম্পিয়নস লিগ’ থেমে গেছে শেষ ষোলোতেই। গত রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাই কোচ ছাঁটাই করলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে মাউরিজিও সারিকে।

গত মৌসুমে ৬১ বছর বয়সী কোচ দায়িত্ব নিয়েছিলেন জুভেন্টাসের। এক বছরের মাথায় বিদায়ঘণ্টা বেজে গেলো তার। আজ (শনিবার) এক বিবৃতিতে তাকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।

গত ফেব্রুয়ারিতে লিওঁর মাঠ থেকে শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে হেরে ফিরেছিল জুভেন্টাস। ‍ফিরতি লেগ ঘরের মাঠে হওয়ায় এই ব্যবধান উতরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল তাদের। কিন্তু ২-১ গোলে জিতেও ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছে অ্যাওয়ে গোলের হিসাবে। এরপরই কোচ সারির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসে মালিকপক্ষ। সেখানে সাবেক চেলসি ও নাপোলি কোচকে বরখাস্ত করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে জুভেন্টাসে নিয়ে আসার মূল লক্ষ্যই চ্যাম্পিয়নস লিগ। ঘরোয়া ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভিজলেও সেই ১৯৯৬ সালে শেষবার তারা পরেছিল ইউরোপসেরার মুকুট। কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে দলে পেয়েও শেষ ষোলোর চৌকাঠ পেরোতে না পারার ব্যর্থতায় চাকরি হারালেন সারি।

জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘মূল দলের প্রধান কোচের পদ থেকে সারিকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিচ্ছে জুভেন্টাস। জুভেন্টাসের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করা এবং টানা নবম শিরোপা ঘরে এনে দেওয়ার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে।’

সারির উত্তরসূরি হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়ায়। তাদের মধ্যে সিমোন ইনজাগনি অন্যতম। লাৎসিওর হয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন তিনি। তুরিনের ক্লাবটির সাবেক খেলোয়াড় জিনেদিন জিদানের নামও আছে আলোচনায়, যদিও রিয়ালের সঙ্গে এখনও লম্বা চুক্তি আছে তার।

এছাড়া বর্তমানে বেকার থাকা সাবেক টটেনহাম কোচ মাউরিসিও পোচেত্তিনো এবং জুভেন্টাসের সাবেক দুই কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ও আন্তোনিও কন্তের নামও উচ্চারণ হচ্ছে।