পাঁচ বছরে জমে থাকা ২৩ ট্রফি দিলো বাফুফে

২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগ রানার্স-আপ ট্রফি নিচ্ছে আবাহনীগত পাঁচ বছরে ঘরোয়া ফুটবলে অনেক খেলাই হয়েছে। মাঠে শিরোপা জয়ী দলগুলো উৎসবও করেছে। যদিও এই সময়ে অনেক ক্লাব ট্রফি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তাই দেরিতে হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত পাঁচ বছরে জমে থাকা ট্রফিগুলো ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দিলো। আজ (সোমবার) বিকেলে বকেয়া থাকা ২৩টি ট্রফি পেয়েছে বিভিন্ন ক্লাব।

বাফুফে ভবনের সামনে নির্বাহী কমিটির সদস্যরা মঞ্চে ডেকে নিয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের রানার্স-আপ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোর হাতে ট্রফি তুলে দিয়েছে। 

ট্রফি প্রদান অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আজকের অনুষ্ঠানে যে সব দল চ্যাম্পিয়ন তাদের অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও আপনাদের মঞ্চে পাবো চ্যাম্পিয়ন হিসেবে। আমার এতটুকুই বলার যে, আপনারা ফুটবল খেলেছেন, ফুটবল খেলেন এবং ভবিষ্যতেও চ্যাম্পিয়ন হোন। কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ।’

ট্রফি দেরিতে তুলে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাফুফের সদস্য ও মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ বলেছেন, ‘অনেক ক্লাব চায় তাদের যে পৃষ্ঠপোষক, মুরব্বি, যারা মাঠে আসেন না, তাদের নিয়ে অনুষ্ঠান করে ট্রফিগুলো নিতে। এ কারণেও অনেক সময় দেরি হয়। এই ট্রফি পেয়ে ক্লাবগুলো আরও অনুপ্রাণিত হবে।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী নিজেদের চার বছর মেয়াদে ক্লাবগুলোকে ট্রফি দিতে পেরে খুশি, ‘এর আগেই কিন্তু আমরা বিভিন্ন লিগের ৫০টি ট্রফি দিয়েছি। আজ দিলাম বাকি ২৩টি। তখন যারা বিভিন্ন কারণে মাঠে উপস্থিত ছিল না, তাদের দিতে পারিনি। যারা ছিল, তাদের দিতে পেরেছি। আমি মনে করি, আমাদের মেয়াদ শেষ হওয়ার আগেই সব ট্রফি বিতরণ করাটা আমাদের দায়িত্ব, সেটাই আজ পালন করেছি।’