জাতীয় ব্যুত্থান সমাপ্ত

Butthan.photo.emailদুদিন ব্যাপী এবি ব্যাংক জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা আজ শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে শেষ হয়েছে।
সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা শব্দ 'ব্যুত্থান’ অর্থ স্বতন্ত্রের সঙ্গে প্রতিরোধ ও উন্নয়ন। দক্ষিণ এশিয়ার প্রাচীন মার্শাল আর্টের ঐতিহ্যের আলোকে সৃষ্টি করা আত্মরক্ষামূলক ক্রীড়া ও ব্যক্তিগত উন্নয়নের পদ্ধতি ব্যুত্থানের জাতীয় প্রতিযোগতায় এবার ৩২টি জেলার মোট ১৬৭ জন ব্যুত্থানচারী অংশ নেন।

পাঁচটি ওজন বিভাগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ‘খালি হাতে ইভেন্ট’ এর পাশাপাশি ব্যুত্থান লাঠি খেলা ও ব্যুত্থান অস্ত্রের প্রদর্শনী দেখানো হয়। প্রতিযোগিতাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ৮ জন আম্পায়ার, ৩ জন রেফারি এবং ১০ জন কর্মকর্তা।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ। বিশ্ব রেকর্ডধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/