এবার রানা-জিকোদের কোচিং করাবেন বিপ্লব

সাবেক তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্যর খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে অনেক দিন হলো। সেই অধ্যায় শেষ করে শেখ জামালে গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন দুই মৌসুম। এবার তার কাজের পরিধি আরও বাড়লো। ক্লাব ফুটবল ছেড়ে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচিং প্যানেলে। আপাতত এক বছরের জন্য আশরাফুল ইসলাম রানা-আনিসুর রহমান জিকোদের দীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন এই সাবেক তারকা।

এমন দায়িত্ব পেয়ে বিপ্লবও ভীষণ খুশি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে সাবেক এই গোলকিপার বলেছেন, ‘জাতীয় দলের গোলকিপিং কোচ হবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আসলে জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের জন্য।’

এখন নিজের লক্ষ্য নিয়ে সাবেক এই তারকা বলেছেন, ‘একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবারই একটা স্বপ্ন থাকে। আমার এখন লক্ষ্য হলো অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো মানের গোলকিপার বের করে আনা।’

শুধু যে জাতীয় দলের গোলকিপারদের নিয়ে কাজ করবেন তা কিন্তু নয়। প্রয়োজনে বিভিন্ন বয়সভিত্তিক দলসহ সারা দেশে কাজ করতে হবে তাকে। বিপ্লব অবশ্য এর জন্য প্রস্তুত, ‘আমার কাজ হলো জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক অনূর্ধ্ব-২৩ দলের কোচিং করানো। সারা দেশে যে প্রতিভা অন্বেষণ হচ্ছে, সেখানে প্রতিটি জেলায় আমি গোলকিপার খুঁজতে যাবো। আমার একটাই কথা, যারা মাঠে পারফর্ম করবে, তারাই সুযোগ পাবে দলে। সারা বছর খেলবে না ওরকম কাউকে নেবো না।’

বিপ্লব টানা ৮টি সাফ টুর্নামেন্টে খেলেছেন। ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ফুটবল ক্যারিয়ার তার। জাতীয় দলেও একই সময় পর্যন্ত খেলেছেন।