বাছাইয়ের প্রথম গোল রোনালদোর, জিতেছে পর্তুগাল

সর্বশেষ ম্যাচে বিতর্কিত রেফারিংয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম গোল পাওয়া হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। লুক্সেবার্গের বিপক্ষে সেই খরা কেটেছে পর্তুগিজ যুবরাজের। বিশ্বকাপ বাছাইয়ে তার প্রথম গোল পাওয়া ম্যাচে লুক্সেবার্গকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

অথচ শুরুতে পর্তুগালকে স্তব্ধ করে দিয়েছিল পর্তুগিজ বংশোদ্ভুত এক খেলোয়াড়! আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল তারা। ওই ম্যাচে গোল করেছিলেন পর্তুগিজ বংশোদ্ভুত গারসন রদ্রিগেজ। সেই রদ্রিগেজ পর্তুগালের বিপক্ষেও গোল করেন ৩০ মিনিটে।

পিছিয়ে পড়া পর্তুগাল অবশ্য দু’দু’বার সমতা ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত বিরতির আগে যোগ করা সময়ে সমতা ফিরিয়েছেন ডিয়েগো জোতা। অসাধারণ হেডে স্কোর করেন ১-১।

দ্বিতীয়ার্ধে পর্তুগালকে চালকের আসনে বসিয়ে দেন রোনালদো। ৫০ মিনিটে হোয়াও কানসেলোর ক্রস থেকে জাল খুঁজে নেন তিনি। এর ফলে আগের ম্যাচে গোল না পাওয়া রোনালদো বাছাইয়ের প্রথম গোল তুলে নিলেন।

অবশ্য এই অর্ধে আরও গোলের সুযোগ ছিল তার। লুক্সেমবার্গের খেলোয়াড়ের ব্যাকপাস থেকে পাওয়া বল তার পায়ের কাছে পড়েছিল। কিন্তু রোনালদো শট নিয়েছেন সোজা গোলরক্ষক বরাবর। দ্বিতীয় চেষ্টাতেও পারেননি, পা দিয়ে সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার।

৮০ মিনিটে পর্তুগালের জয় সুনিশ্চিত করেন বদলি খেলোয়াড় পালহিনহা। পেদ্রো নেতোর কর্নার থেকে হেড করেছিলেন। এটি আবার পর্তুগালের হয়ে পালহিনহার প্রথম গোল।

৮৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় লুক্সেমবার্গ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চানোট।

এই জয় গ্রুপ ‘এ’ তে শীর্ষে তুলেছে পর্তুগালকে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সার্বিয়ারও সমান ৭পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে পর্তুগিজরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে লুক্সেমবার্গ।