বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় কিংসলে

গত ১৪ মার্চ বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ার স্ট্রাইকার এলিটা কিংসলে। আসছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলবেন বসুন্ধরা কিংসের হয়ে। এর আগে অবশ্য এএফসি কাপে খেলার কথা আছে তার। সে জন্য বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় কিংসলে।

মালদ্বীপে আগামী মেতে গ্রুপ পর্ব খেলবে বসুন্ধরা। সেই কারণেই কিংসলের প্রয়োজন বাংলাদেশি পাসপোর্ট। কিছু দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করলেও এখন তা প্রক্রিয়াধীন আছে। করোনায় চলমান লকডাউনের জন্যই পাসপোর্ট পেতে দেরি হচ্ছে। এ কারণে তাকে একটু ঝামেলাতেও পড়তে হয়েছে। এএফসি কাপের দলে কিংসলের নাম নিবন্ধন করা যায়নি। যদিও দুই দিন আগেই নিবন্ধনের সময় শেষ হয়েছে!

তবে এমন অবস্থাতেও আশা ছাড়ছে না তার ক্লাব বসুন্ধরা। টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমরা আশা করছি, দ্রুততম সময়ে এলিটা কিংসলের পাসপোর্ট হয়ে যাবে। তাহলে এএফসি কাপ শুরুর এক সপ্তাহ আগে ওর নাম বিশেষ বিবেচনায় অন্তর্ভুক্ত করতে পারবো। সেই অপেক্ষায় আছি আমরা।'

প্রসঙ্গত, কিংসলে ছাড়াও অন্য তিন প্রবাসী ফুটবলারের নাম নিবন্ধন করেছে বসুন্ধরা কিংস।