১৫ ম্যাচ জয়হীন থাকা দলটিই কিনা হারিয়ে দিলো শিরোপা প্রত্যাশীদের!

এই মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের বেশ খারাপ অবস্থা। প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বে এসে ১৫ ম্যাচে জয়হীন! সেই দলটিই কিনা মঙ্গলবার হারিয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশী শেখ জামালকে! তাও ৩-১ গোলের ব্যবধানে। অথচ প্রথম পর্বে এই জামালের কাছে ৬-০ গোলের হারের লজ্জা পেতে হয়েছিল আরামবাগকে।

শেখ জামাল এই হারে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৩। ৫ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে আরামবাগ।

টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা শেখ জামালের শুরুটা করেছিল ভালোই। আগে গোল করে এগিয়েও গিয়েছিল। ১৫ মিনিটে মনির হোসেনের লং পাস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের দারুণ সাইড ভলিতে দলকে এগিয়ে নেন গাম্বিয়ার স্ট্রাইকার ওমর জোবে।

এক গোলে পিছিয়ে থেকে আরামবাগ সমতায় ফেরার চেষ্টা করতে থাকে। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আরামবাগ। প্রায় ৩০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে জাল খুঁজে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ইসলমজন আব্দুকাদিরভ।

বিরতির পর আরামবাগের তেজ আরও বাড়তে থাকে। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে শেখ জামাল।

৫৪ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ ওমর ফারুক। আর ৫৬ মিনিটে নিহাদ জামান তৃতীয় গোল করে শেখ জামালকে আরও পিছিয়ে দেন।

পিছিয়ে পড়ে শেখ জামাল ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু সুযোগ নষ্টে ব্যবধান কমাতে পারেনি শফিকুল ইসলাম মানিকের দল।