আমি ঠিক আছি: এরিকসেন

ইউরোয় ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের বড় তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। ৪৩ মিনিটের সময় লুটিয়ে পড়েছিলেন মাঠে। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার পর থেকে বর্তমানে হাসপাতালে আছেন এই ফুটবলার।

সর্বশেষ তথ্যে জানা গেছে, আপাতত তাকে নিয়ে বড় কোনও শঙ্কা নেই। স্থিতিশীল আছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। পাশাপাশি সতীর্থদের উদ্বেগ কমাতে হাসপাতালের বিছানায় থেকেই ডেনমার্কের বাকি ম্যাচগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন। 

এই অসুস্থতার সময় পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডেনিশ এই ফুটবলার এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী যারা আমাকে অকল্পনীয় বার্তা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন- তাদের সবাইকে বড় করে ধন্যবাদ দিচ্ছি। এটা আমার ও পরিবারের জন্য বড় পাওয়া। এখন আমি ভালো আছি। এখনও হাসপাতালে কিছু পরীক্ষার ওপর যেতে হচ্ছে। কিন্তু আমি ভালো অনুভব করছি।’

এর পরেই ডেনমার্কের পরের ম্যাচগুলোর জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন এরিকসেন, ‘ডেনমার্কের পরের ম্যাচগুলোতে দলের ছেলেদের উৎসাহ দেবো। সবাই ডেনমার্কের জন্য প্রাণ দিয়ে খেলো।’