পেরিশিচের দুর্দান্ত গোলে ক্রোয়েশিয়ার রক্ষা

ক্রোয়েশিয়ার ২০১৮ ‍বিশ্বকাপ ফাইনাল খেলার পথে ইভান পেরিশিচের অবদান অনেক। ফাইনালেও আলো ছড়িয়েছিলেন তিনি। মস্কোর শিরোপা নির্ধারণী ম্যাচে গোলও পেয়েছিলেন। ফুটবলের বড় মঞ্চে আবারও শিরোনামে ইন্টার মিলান উইঙ্গার। এবার ইউরোতে ক্রোয়েশিয়ার ত্রাতা তিনি। দুর্দান্ত এক গোলে হার বাঁচিয়েছেন ক্রোয়েটদের। ‘বিতর্কিত’ পেনাল্টিতে চেক প্রজাতন্ত্র এগিয়ে যাওয়ার পর পেরিশিচের বাঁকানো শটে ১ পয়েন্ট পেয়েছে গত বিশ্বকাপের রানার-আপরা।

শুক্রবার ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে পাত্রিক শিকের পেনাল্টিতে চেকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়েটরা খেলায় ফেরে পেরিশিচের গোলে। এরপর আর কোনও দলই গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

গ্লাসগোর হাম্পডেন পার্কে প্রথমার্ধে হতাশ করেছে লুকা মদরিচরা। স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলা চেকরা এই ম্যাচেও আলো ছড়িয়েছে। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৩৭ মিনিটে তারা এগিয়ে যায় আগের ম্যাচে জোড়া গোল করা শিকের পেনাল্টিতে। যদিও এই পেনাল্টি যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে।

নিজেদের সীমানায় উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ক্রোয়েট ডিফেন্ডার দিয়ান লভরেনের কনুই লাগে শিকের মুখে। মাটিতে পড়ে যাওয়া শিকের নাক দিয়ে রক্তও বের হয়। ঘটনার সিদ্ধান্ত যায় ভিএআরের কাছে। পরবর্তীতে রেফারি সাইড স্ক্রিন দেখে পেনাল্টির বাঁশি বাজান।

ক্রোয়েটরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানায়। রিপ্লেতে দেখা গেছে, বল ক্লিয়ার করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে কোনও ‘অন্যায়’ করেননি লভরেন। লাফিয়ে ওঠার সময় শিকের মুখের সঙ্গে লেগে যায় তার কনুই। যদিও পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। ফাউলের শিকার শিক নিজেই স্পট কিক নিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন চেকদের।

হতাশায় প্রথমার্ধ শেষ হওয়া ক্রোয়েশিয়া বিরতি থেকে ঘুরে এসেই খেলায় ফেরে। ৪৭ মিনিটে দেখার মতো এক গোল করে তাদের সমতায় ফেরান পেরিশিচ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এই উইঙ্গার। গতি থাকা বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি চেক গোলকিপার।

এরপর দুই দলই চেষ্টা করেছে গোলের। সুযোগও তৈরি হয়েছে। তবে জালের দেখা আর পায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় মদরিচদের।