১০ দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

আগামীকাল শুক্রবার  থেকে ফের মাঠে গড়াচ্ছে  প্রমিয়ার লিগ ফুটবল। দুইটি করে ম্যাচ হতে যাচ্ছে। বিকাল চারটায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে রহমতগঞ্জের।  গত ১৯ জুলাই সবশেষ খেলা হয়েছিল। 

ঈদের ছুটির পর ২৪ জুলাই থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে ২৩ জুলাই রাতেই খেলা স্থগিত হয়ে যায়। এখন ১০ দিন বিরতি দিয়ে আগামীকাল থেকে নতুন করে খেলা মাঠে গড়াতে যাচ্ছে। 

এদিকে লিগে নতুন ভেন্যু হিসেবে আর্মি স্টডিয়ামকে বেছে নেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেন বৃষ্টির মৌসুমে লিগের খেলা চালাতে সমস্যা না হয়।

লিগে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে আবাহনী লিমিটেড এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামালের অবস্থান দ্বিতীয়।