ব্রাজিল মহারণে কোপার ফাইনালই চাইছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

কোপা আমেরিকার শিরোপা জেতার আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নেমেছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে কোনও বেগ পেতে হয়নি তাদের। জিতেছে ৩-১ গোলে। গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা আর্জেন্টিনা দলে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লাউতারো মার্তিনেস। নিজে এক গোল করার সঙ্গে অন্য দুটি গোলেও রেখেছেন ভূমিকা। ইন্টার মিলান স্ট্রাইকারের নজরে এখন ব্রাজিল মহারণ।

এই ব্রাজিলকে হারিয়েই গত জুলাইয়ে ২৮ বছর পর কোনও শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই দিয়ে আবার চিরপ্রতিদ্বন্দ্বী দলটির মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের মাঠে আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে কোপা আমেরিকা ফাইনালের পুনরাবৃত্তির আশায় লাউতারো।

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর ইন্টার মিলান ফরোয়ার্ড বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হবে দারুণ। এটা অসাধারণ এক ম্যাচ এবং আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামার চেষ্টা করবো। কোপা আমেরিকার ফাইনালে যেভাবে খেলেছিলাম, ঠিক একইভাবে তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

ভেনেজুয়েলা ম্যাচে একবার লক্ষ্যভেদ করে ৩০তম আন্তর্জাতিক ম্যাচে ১৫ গোলের দেখা পেয়েছেন লাউতারো। কোপা আমেরিকা খুব বাজে কাটা এই স্ট্রাইকার বলেছেন, ‘৩ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলা কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকায় তারা জটিল প্রতিপক্ষ, তবে আমরা প্রথমার্ধ দারুণ কাটিয়েছিলাম। স্ট্রাইকার হিসেবে গোল করা গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো আর্জেন্টিনার জয়। আপনাকে সবসময় দলীয় দিকটাই চিন্তা করতে হবে।’