ব্রুনোর পেনাল্টি মিসে ম্যানইউয়ের প্রথম হার

কোর্টনি হাউস নায়ক বনে গেলেন, খলনায়ক হতেও সময় লাগলো না! কয়েক মিনিট আগে গোল করে এগিয়ে নেওয়ার পরই যে আবার নিজেদের সীমানায় হ্যান্ডবল করে পেনাল্টি ‘উপহার’ দিলেন। কিন্তু ব্রুনো ফের্নান্দেস সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারলেন না। ‍স্পট কিক উড়িয়ে মারলেন। ফল, চলতি মৌসুমে প্রথম হারের ক্ষত ম্যানচেস্টার ইউনাইটেডের। বিপরীতে ১-০ গোলের জয়ে ম্যানইউয়ের মাঠে একযুগ পর জয়ের হাসি অ্যাস্টন ভিলার।

আজ (শনিবার) প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হয়েছে ম্যানইউ। উড়তে থাকা রেড ডেভিলসের ডানা কাটা গেলো ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। রোনালদোর সঙ্গে পল পগাবাদের দলে ফিরিয়েও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টারের ক্লাবটিতে। রোনালদো মাঠে থাকার পরও পেনাল্টি কিক নিয়েছিলেন ব্রুনো। কিন্তু উড়িয়ে মেরে অন্তত ১ পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন পর্তুগিজ মিডফিল্ডার।

ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচের সব নাটক জমা ছিল শেষ কয়েক মিনিটে। কোর্টনি হাউজ- এই নামটির সঙ্গে খুব বেশি মানুষের পরিচয় থাকার কথা নয়। ম্যানইউয়ের বিপক্ষে একাদশে তার থাকার কথাও না। তুয়ানজেবের চোটে একাদশে সুযোগ হয়ে যায় তার। এই হাউজই ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচের কেন্দ্রীয় চরিত্র!

৮৮ মিনিটে ছোট বক্সের সামনে থেকে এই ডিফেন্ডারের জোরালো হেড ম্যানইউয়ে জালে জড়ালে আনন্দে মাতে অ্যাস্টন ভিলা। কিন্তু এই হাউজই মিনিট দুয়েক পর ভুল করে বসছেন। নিজেদের সীমানায় হ্যান্ডবল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। নায়ক থেকে খলনায়কে রূপ নিতে সময় লাগেনি। তবে ‘আসল’ খলনায়ক হয়ে রইলেন ব্রুনো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি মিস করে ম্যানইউকে দিলেন প্রথম হারের ধাক্কা।

তাতে পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে চারে নেমে যেতে হয়েছে ম্যানইউকে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ওপরে থাকা তিন দল- লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসির সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা এগিয়ে।