বার্সার গোলবন্যার রাতে ইনজুরিতে মেসি

ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো বিলবাওকে রীতিমতো গোলবন্যায় ভাসালো বার্সেলোনা। তবে ৬-০ গোলের উড়ন্ত জয়েও স্বস্তি নেই বার্সা শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি লিওনেল মেসি। এদিন দারুণ এক হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ। বাকি তিনটি গোল করেন মেসি, নেইমার ও রাকিতিচ। 

রবিবার রাতে ম্যাচ শুরুর আগেই তুমুল করতালির মধ্যে সম্প্রতি জেতা পঞ্চম ব্যালন ডি’অর প্রদর্শন করেন মেসি। আর ম্যাচের প্রথম থেকেই সমর্থকদের আনন্দ জুগিয়ে যান ‘এমএসএন’।

খেলার চতুর্থ মিনিটেই সুয়ারেসকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাও গোলরক্ষক গোরকা ইরাইসোস। পেনাল্টি থেকে বদলি গোলরক্ষকে ফাঁকি দিয়ে গোল করতে কোনও সমস্যাই হয়নি মেসির। প্রথমার্ধের ৩১ মিনিটে গোলের খাতায় নাম লেখান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। বিরতির পর মাঠে আর নামেননি মেসি। তার বদলি হিসেবে কোচ লুইস এনরিকে মাঠে নামান আর্দা তুরানকে। আর দেড় মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান সুয়ারেজ। খেলার ৬২ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে রাকিতিচ। খেলার ৬৮ মিনিট তুরানের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন স‌‌‌ুয়ারেজ। ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ফলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বিশায় জয়ের রাতে খুবটা একটা স্বস্তি নেই কাতালান শিবিরে। গত বছরের সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে ভুগে প্রায় দু’মাসের জন্য মাঠের বাইরে চলে যান মেসি। এবার নতুন করে তার হ্যামস্ট্রিং সমস্যা বার্সার কপালে ফের চিন্তার ভাঁজ। অবশ্য, আর্জেন্টাইন আইকনের ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

/এমআর/