পয়েন্ট হারিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

সুযোগ তৈরি করেছে, কিন্তু সাফল্য আসেনি। তাই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করছে আর্জেন্টিনা। প্র্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে, বিষয়টি জানতেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি। একই সঙ্গে দলের মনোভাবে সন্তুষ্ট তিনি।

এবারের বিশ্বকাপ বাছাই রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অ্যাওয়ে, তবে বাকি দুটি খেলা ঘরের মাঠে। আজ (শুক্রবার) পয়েন্ট ভাগাভাগি করা ম্যাচে আক্রমণ কিংবা সুযোগ তৈরিতে আর্জেন্টিনা এগিয়ে থাকালেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। যদিও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে স্কলানির কণ্ঠে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলনে তিনি বলেছেন, ‘প্রথমার্ধের প্রায় পুরোটা ছিল আমাদের দখলে। দ্বিতীয়ার্ধ সমানে সমান। তবে আমরা বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছি। বাছাই পর্ব ভীষণ কঠিন, আর খেলোয়াড়রা জানতো প্যারাগুয়ের বিপক্ষে কঠিন সময় অপেক্ষা করছে। আমরা গোলের সুযোগ নষ্ট করেছি, বিশেষ করে নিশ্চিত গোলের সুযোগ। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা।’

প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে খেলা কতটা কঠিন, সেটি স্কলানি উল্লেখ করেছেন পরের কথায়, ‘আমরা জানি প্যারাগুয়ে কেমন খেলে, সবসময় চাপ তৈরি করে। প্যারাগুয়ে শুধু আর্জেন্টিনার নয়, সব দলের জন্য  অস্বস্তিদায়ক। তারা কতটা শক্ত প্রতিপক্ষ, জানতাম আমরা।’

এদিকে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মাঠের দিকে আঙুল তুলেছেন। মাঠ খেলার উপযোগী ছিল না বলে মন্তব্য তার, ‘খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে, কারণ আমরা ৩ পয়েন্টের জন্য খেলতে নেমেছিলাম। অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে আসেনি। মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা এখনও ক্লান্ত। গোল করতে পারিনি যদিও, তবে ভালো একটা ম্যাচ গিয়েছে।’