ব্রাজিলিয়ান রেফারির সমালোচনায় মেসি

প্রশ্নবিদ্ধ রেফারিং নিয়ে মেসির সরব হওয়া নতুন নয়। তাও আবার রেফারি যদি হয়ে থাকেন ব্রাজিলের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। সর্বশেষ শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে পেরুর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ছিলেন তেমনই একজন- সাম্পাইও। তার রেফারিং নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। 

ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘কঠিন ম্যাচ ছিল, খেলাটাও হয়েছে কঠিন। তীব্র বাতাসের সঙ্গে প্রতিপক্ষও গভীরে খেলেছে, আমাদের সেভাবে জায়গাই দেয়নি। এই রেফারি (ব্রাজিলিয়ান) সবসময় এমন করে, যখন সে আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোন উদ্দেশ্য নিয়েই সে এই কাজটা করে। শেষ পর্যন্ত ভালো হয়েছে আমরা গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছি এবং আমাদের লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেছি।’

মেসির কথাতেই এটা প্রমাণিত, ব্রাজিলিয়ান রেফারির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ আছে তার। এর কারণ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ম্যাচটায় প্রভাব ফেলে দিয়েছিল প্রায়। ৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা জিতেছে ঠিকই। কিন্তু ৬৩ মিনিটে পেরু পেনাল্টি মিস না করলে পয়েন্ট হারাতে হতো তাদের। আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ধাক্কায় পেরুর ফুটবলার ফারফান বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি সাম্পাইও পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।

তার আগেও ব্যবধান দ্বিগুন হতে পারতো আর্জেন্টিনার। ক্রিস্টিয়ান রোমেরোর হেডে আর্জেন্টিনা জাল কাঁপালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। হয়তো এসব কথা ভেবেই রেফারিং নিয়ে সমালোচনা করেছেন মেসি।