বিশ্বকাপে খেলা কলিনদ্রেসকে ঘিরেই আবাহনীর স্বপ্ন

২০১৮ সালে ফেডারেশন কাপের পর আর কোনও শিরোপা জিততে পারেনি আবাহনী লিমিটেড। এবার ট্রফি জয়ের লক্ষ্যকে সামনে রেখে দল সাজিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। তারুণ্যনির্ভর দলটির সঙ্গে যোগ হয়েছে রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। এছাড়া উঁচুমানের দুই ব্রাজিলিয়ান ও এক ইরানি ফুটবলারও রয়েছে। আসছে ঘরোয়া ফুটবলে তাই নতুন স্বপ্ন সমর্থকপুষ্ট দলটির।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতেই আবাহনী লিমিটেড নিজেদের নিবন্ধন সেরে নিয়েছে। দলে বর্ষীয়ান খেলোয়াড় ঝেড়ে ফেলে তরুণদের দিকে ঝোক। রাকিব হোসেন, সুশান্ত ত্রিপুরা, নুরুল নাইম ফয়সালদের সঙ্গে নাবীব নেওয়াজ জীবন ও জুয়েল রানারা মাঠ মাতানোর অপেক্ষায়।

আর তাদের সঙ্গে উঁচু মানের বিদেশি খেলোয়াড় যুক্ত হওয়ায় টিম ম্যানেজমেন্ট আশা দেখছেন। বিশেষ করে দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউন বলেছেন, ‘আগের চেয়ে দল ভালো হয়েছে। কলিনদ্রেসের মতো বিশ্বকাপে খেলা ফুটবলার খেলবে। ব্রাজিলিয়ানদের কোয়ালিটিও ভালো। আশা করছি এবার আমরা আরও ভালো খেলতে পারবো। ট্রফির জন্য লড়াইয়ে থাকবো।’

শেষ দিনের দলবদলে এসেছে বসুন্ধরা কিংসও। বর্তমান লিগ চ্যাম্পিয়ন দলটি এবারও ভালো দল গড়েছে। আগের বেশিরভাগ খেলোয়াড়দের ধরে রেখে নতুন যোগ হয়েছে মেহেদী হাসান, সোহেল রানা, ইয়াসিন আরাফাত ও সুমন রেজাসহ অন্যরা। এছাড়া আগের তিন বিদেশির সঙ্গে নতুন যোগ হয়েছে বসনিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলা স্তইয়ান ভ্রানিয়েস।

দলটির টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু জানালেন নতুন মৌসুম নিয়ে লক্ষ্য, ‘তিন বছর যাবত আমরা একসঙ্গে আছি এবং অনেক খেলোয়াড়কে ধরে রেখেছি। আমাদের যে জায়গায় দুর্বলতা ছিল সেগুলা পূরণ করার চেষ্টা করেছি। সব মিলিয়ে দেশি-বিদেশি মিলিয়ে সেরা দল গঠন করেছি এবং হ্যাটট্রিক শিরোপা জিততে চাই।’

এছাড়া শেষ দিনে শেখ জামাল, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া চক্র দলবদল করেছে। আগামী শনিবার থেকে স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে।