টাঙ্গাইলে খেপ খেলেছেন ৮ ফুটবলার, বাফুফের শোকজ

মাঠের বাইরে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে উত্তর বারিধারা। প্রিমিয়ার লিগের দলটির দেশি ও বিদেশি মিলিয়ে ৮ খেলোয়াড় এবার খেপ খেলতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে কারণ দর্শাও নোটিশ (শোকজ) পেয়েছে। তাদের সঙ্গে ক্লাবটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও পেয়েছেন এই নোটিশ।

আগামী ২৯ জানুয়ারির মধ্যে খেপ খেলার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার উত্তর দিতে হবে।

গত ১৪ জানুয়ারি টাঙ্গাইলে বারিধারার ৮ খেলোয়াড় খেপ খেলেছেন। সেখানে ছিলেন ক্লাবটির সাধারণ সম্পাদকও। নিয়ম হলো- পেশাদার দলের খেলোয়াড় হিসেবে খেপ কিংবা অন্য কোথায় খেলার কোনও সুযোগ নেই।

ক্লাবটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনের কাছে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘আমার দলের ৮ খেলোয়াড় সেদিন খেপ খেলেছে। এই খবর শুনতে পেয়ে আমি নিজেই সেখানে সত্যতা যাচাই করতে যাই। সেখানে গিয়ে সত্যতাও পাই। তৎক্ষণাৎ ৮ খেলোয়াড়কে ক্লাব থেকে শোকজসহ আর্থিক জরিমানা করা হয়। তাদের খেপ খেলার পেছনে আমার কোনও ভূমিকাই নেই। এখন শোকজের ব্যাখ্যা দেবো আমি।’

তবে গুঞ্জন আছে, উত্তর বারিধারা ক্লাব থেকে খেলোয়াড়রা ঠিকমতো পারিশ্রমিক পান না। তাই সুযোগ পেলেই খেপ ফুটবলের দিকে আগ্রহ বেশি। কিছুদিন আগে স্বাধীনতা কাপ চলাকালীন মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ নিজ দলের খেলা বাদ দিয়ে সিলেটে খেপ খেলেছেন। বাংলা ট্রিবিউনের কাছে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ক্লাব থেকে এখনও কোনও টাকা পাইনি। তাই খেপ খেলতে গিয়েছি।’

বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘আমাদের দলটিকে খেলোয়াড় তৈরির পাইপলাইন বলতে পারেন। এখানে যাদের সঙ্গে যেভাবে চুক্তি হয়, সেভাবেই টাকা দেওয়া হয়। এ নিয়ে অন্য কিছু ভাববার নেই। আমরা ঠিকঠাক পারিশ্রমিক দিয়ে থাকি।’