রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারালো পর্তুগাল, ড্র করেছে স্পেন 

নেশন্স কাপে আগের ম্যাচে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার বি গ্রুপে দ্বিতীয় ম্যাচেই শুরুর একাদশে থেকে দারুণ ভাবে জ্বলে উঠলেন। করলেন জোড়া গোল। তাতেই সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।  অন্য দুটি গোল কারভালহো ও ক্যানসেলোর।

লিসবনে ৫৫ ভাগ বল দখলে এগিয়ে থেকে স্বাগতিকরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়। ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে উইলিয়াম কারভালহো পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগাল কেপ্রথম এগিয়ে নেন। 

গোল শোধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। জারদান শাকেরি কিংবা সেফরোভিচ কেউই পারেননি লক্ষ্যভেদ করতে।

উল্টো ৩৫ মিনিটে পর্তুগাল আবারও এগিয়ে যায়। দিয়েগো জোতার এসিস্টে রোনালদো বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুন করেন।

চার মিনিট পর রোনালদো দলকে তৃতীয় গোল উপহার দেন। পোস্টের কাছ থেকে জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত ছিল।

৬৮ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায়। বার্নাডো সিলভার এসিস্টে হোয়াও ক্যানসেলো ডান পায়ের শটে গোল করেন। ৬৪ ও ৮৪ মিনিটে রোনালদো চেষ্টা করেও পারেননি হ্যাট্রটিক পূর্ণ করতে।

অন্য ম্যাচে স্পেন ২-২ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের সঙ্গে।