১৭টি কর্নার পেয়েও জিততে না পারার আফসোস

একের পর এক আক্রমণ হেনেও গোলের তালা খুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৯০ মিনিট এক তাল-লয়ে খেলে মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করতে করেছে লাল-সবুজ দল। আগের ম্যাচ ৬ গোলে জিতলেও আজ (রবিবার) স্বাগতিকদের আটকে দিয়েছে অতিথিরা। তাই ১-০তে সিরিজ জিতলেও আফসোস রয়ে গেছে বাংলাদেশ শিবিরে।

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘গত ম্যাচের মতোই মেয়েরা শুরু করেছিল। ৯০ মিনিটই তারা খেলার মধ্যে ছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, আমরা ১৭টি কর্নার পেয়েছি। আজকের দিনটা খারাপ বলা যায়। খেলায় ভালো বা মন্দ দিন বলে একটা কথা আছে, আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে।’

প্রথম ম্যাচে আক্রমণাত্মক খেলে মালয়েশিয়া ৬ গোল হজম করেছে। আজ নিজেদের রক্ষণভাগ দুর্গের মতো করে রেখেছিল। নিজেদের কৌশলে ম্যাচ খেলে ড্র করে দলটির কোচ জ্যাকব যোশেফ খুশি, ‘প্রথম ম্যাচে আমি জানতাম না বাংলাদেশ কীভাবে খেলে। দ্বিতীয় ম্যাচে আমি জানতাম তাদের কৌশল এবং তারা কোন দিক দিয়ে আক্রমণ করবে, আমি সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। আজ আমাদের খেলোয়াড়রা ঠিকঠাক রক্ষণ সামলাতে পেরেছে।’

দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ মিডফিল্ডার মারিয়া মান্দা। পুরস্কার পেয়ে খুশি এই ফুটবলার, ‘আমি যে সেরা খেলোয়াড় হবো, তা ভাবিনি। আমার চেষ্টা ছিল ভালো খেলবো। দল হয়ে খেলবো। আমি সেরা হয়েছি, এজন্য খুশি। সামনে যেহেতু আমাদের সাফ, আমরা সে অনুযায়ী পরিকল্পনা করবো এবং এখানে আমাদের যে ভুলত্রুটি হয়েছে, সেগুলো ঠিক করে নেবো এবং সাফে ভালো করার চেষ্টা করবো।’