৭ ম্যাচ পর হার দেখলেন আর্জেন্টাইন কোচ

প্রিমিয়ার লিগে নবাগত স্বাধীনতা ক্রীড়া চক্র। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখালেও পরবর্তীতে সেই ধারা থাকেনি। একের পর এক হারে তলানিতে অবস্থান করছে। তবে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সাইফ স্পোর্টংকে হারিয়ে আলোচনায় উঠে এসেছে নবাগতরা। আজ (মঙ্গলবার) পিছিয়ে থেকেও ১০ জনের সাইফকে ২-১ গোলে হারিয়েছে স্বাধীনতা।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। বিরতির পর হয়েছে ৩ গোল।

ম্যাচের ৫৮ মিনিটে এগিয়ে যায় সাইফ। আসরর গফুরবের ক্রসে মিরাজ হোসেনের হেডে স্বাধীনতার গোলরক্ষক সারোয়ার জাহান পাঞ্চ করলে বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেডে গোল করে দলকে এগিয়ে নেন এমেকা ওগবাগ।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাইফ। ৬৭ মিনিটে জাহেদুল আলমের পাসে লক্ষ্যভেদ করেন জিল্লুর। শেষ দিকে এসে স্বাধীনতার ভাগ্য খুলে যায়। ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইভান মারিক। এরই সঙ্গে দুই হলুদ কার্ডের শাস্তিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাইফের অধিনায়ক রাফি।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারা ও রহমতগঞ্জের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

সাইফ স্পোর্টিং ১৭ ম্যাচে পঞ্চম হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৯ পয়েন্ট নিয়ে তলানিতেই অবস্থান করছে। বারিধারার ১৭ ম্যাচে ১৩ ও রহমতগঞ্জের ১১ পয়েন্ট।