মিরাজুল-তানভীরদের জন্য নতুন পরিকল্পনা বাফুফের 

মাত্র-ই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলে এসেছে বাংলাদেশ দল। যারা আশা জাগানিয়া পারফরম্যান্সে ফাইনালে পর্যন্ত প্রত্যাশার পারদ উঁচুতে রাখতে পেরেছিল। যদিও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ের খেলায়। এখন মিরাজুল-তানভীরদের মাঝে আরও প্রতিদ্বন্দ্বিতার স্পৃহা গড়ে তুলতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে অবাক করা পারফরম্যান্স যারা করেছেন, তাদের বেশিরভাগ এসেছেন এলিট একাডেমি থেকে। নতুন পরিকল্পনায় আগামী মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে এলিট একাডেমি নামে দুটো দল খেলানোর সিদ্ধান্ত হয়েছে। যা আগামী নির্বাহী কমিটির সভায় সুপারিশ করা হবে। এর জন্য আরও বয়সভিত্তিক ফুটবলারও বাছাই করবে ডেভলপমেন্ট কমিটি। যেন দুটো দল করতে সুবিধা হয়। 

সভা শেষে কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভুবনেশ্বরে দল ভালো খেলেছে। যদিও তারা ট্রফি জিততে পারেনি। তারপরও আমরা তাদের পারফরম্যান্সে খুশি। আগামী মৌসুমে তাই এলিট একাডেমির দুটো দল দুই লিগে খেলাতে চাই। এতে করে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে, শিখতেও পারবে।’

এছাড়া সভায় বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যা নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে।