বাংলাদেশের সবচেয়ে দুঃখের দিন আজ: কাজী সালাউদ্দিন

আজ (সোমবার) ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা এক দল পাপিষ্ঠের হাতে নির্মমভাবে নিহত হন। সারা দেশে দিনটি গভীরভাবে পালিত হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ক্রীড়া ফেডারেশনগুলো যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয় কর্মসূচি পালন করে সভাপতি কাজী সালাউদ্দিন স্মরণ করেছেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে। সেখানে সংবাদমাধ্যমকে চারবারের নির্বাচিত সভাপতি বলেছেন, ‘প্রতি বছরই বাফুফে এটা পালন করে, বঙ্গবন্ধু ও তার পরিবারের মৃত্যুর দিনটি। সবচেয়ে বড় কথা হলো, আমাদের মনে রাখতে হবে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে কালো দিন হলো আজ। যিনি আমাদেরকে আমাদের স্বাধীনতা দিয়েছেন বলে আজ দাঁড়িয়ে কথা বলছি, এই সুযোগটা করে দিয়েছেন বলেই আজ আমরা সবাই এখানে।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে কাজী সালাউদ্দিনের নিবিড় সম্পর্ক। শোকের দিনে ব্যথিত তিনিও, ‘যখনই এই দিনটি আসে, তখনই আমাদের সবার বুকে ব্যথা হয়। আমরা দোয়া করি বঙ্গবন্ধুসহ সবাই যেন বেহেস্তবাসী হোন।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাই ক্রীড়ামনস্ক। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন শুধু বলেছেন, ‘সবাই জানেন উনি (বঙ্গবন্ধু) ও উনার ছেলে-মেয়ে সবাই স্পোর্টসের সঙ্গে জড়িত। আজকের এইদিনে সেই সাবজেক্টে যেতে চাইছি না। শোক দিবসের মধ্যে থাকতে চাইছি।’

বাফুফে ছাড়াও অলিম্পিক অ্যাসোসিয়েশন, দাবা ফেডারেশন, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংসহ অন্যরা শোকের দিনটি পালন করছে।