ভক্তের ফোন ভেঙে পার পাচ্ছেন না রোনালদো

মেজাজ হারিয়ে দুঃখপ্রকাশ করেও লাভ হলো না। ভক্তের ফোন হাত থেকে ফেলে দেওয়ার ঘটনায় ক্রিস্তিয়ানো রোনালদোকে আচরণবিধি ভাঙার দায়ে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ঘটনাটি ছিল গত এপ্রিলের। প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর বিধ্বস্ত অবস্থায় মাঠ ছাড়ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ যুবরাজ। সাজঘরে যাওয়ার পথে কাণ্ডটি করেন তিনি। এক ভক্ত তার সেলফি তোলার চেষ্টা করলে সজোরে আঘাত করে ফোনটি ফেলে দেন মাটিতে। সঙ্গে সঙ্গে ফোনটির যা ক্ষতি হওয়ার হয়েছে। ওই ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। সেখানে বলতে শোনা যায় রোনালদো ভক্তের ফোন চূর্ণ করেছেন।

ঘটনাটি বেশ সমালোচিত হওয়ায় রোনালদো সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা চেয়েছিলেন। একই কারণে তাকে আগস্টে সতর্ক করে মার্সিসাইড পুলিশ। এতদিন পর এফএ বিবৃতিতে বলেছে, ‘শেষ বাঁশি বাজার পর যা হয়েছে তা এক কথায় বিধিবহির্ভুত/হিংসাত্মক।’

ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, এই ঘটনায় তারা রোনালদোর পাশেই থাকবে।