মোহামেডানের সঙ্গে ড্র করলো আবাহনী

প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়েছে আগেই। বর্তমানে চলছে অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে লিগ। সেখানে পেশাদার লিগের দলগুলো অংশ নিচ্ছে। রবিবার ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। সেখানে মোহামেডানের বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচে দারুণভাবে ফিরে ড্র করেছে আবাহনী লিমিটেড। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।

রবিবার রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে  ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোনও দল। বিরতির পর এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৬১ মিনিটের সময় বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন মোহাম্মদ রাতুল। মোহামেডান যখন জয়ের স্বপ্ন দেখছে ঠিক তখনই  আবাহনী ম্যাচে ফিরে আসে। ম্যাচের অন্তিম মুহূর্তে লক্ষ্যভেদ করে এক পয়েন্ট ছিনিয়ে নেয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীকে হার থেকে রক্ষা করেন আসিফ রহমান। তার গোলে ১ পয়েন্ট পায় আকাশি-নীল জার্সিধারিরা।

যুবাদের এই লিগে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আবাহনী। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোহামেডান। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।