জয় যেভাবেই আসুক, খুশি বাংলাদেশ কোচ

এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দাপট দেখিয়ে সিঙ্গাপুরকে হারিয়েছে ২-১ গোলে। যদিও স্বাগতিকদের দুটি গোল এসেছে আত্মঘাতী থেকে। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ পল স্মলি। জয় এসেছে এটাই তার কাছে বড় বিষয়।

কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা বুধবার (৫ অক্টোবর) কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষ হতেই বাংলাদেশ শিবিরে উল্লাস। মিরাজুল-ইমরানরা গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অভিবাদনও দিতে ভুল করেননি।

ম্যাচশেষে বাংলাদেশ কোচ স্মলি বলেছেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে অনেক সুযোগ তৈরি করেছি। যেভাবেই জয় আসুক না কেন, ম্যাচ জেতায় খুব খুশি। আমাদের আরও ক্লিনিক্যাল হওয়া উচিত, অনেক সুযোগ এসেছিল। পরের ম্যাচে সেটা নিয়ে কাজ করবো।'

শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘আমি খুব সন্তুষ্ট। আমরা ম্যাচে আধিপত্য করেছি। হাফ টাইমে সিঙ্গাপুর রক্ষণে মনোযোগ দেয়, এতে আমাদের আক্রমণের সুযোগ আসে। আমাদের মাঠে মনোযোগ রাখা দরকার ছিল। ছেলেরা এখনও শিখছে। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আমরা জিতেছি এবং তাদের এমন খেলায় আমি খুব খুশি। আমাদের কাজ এখন রিকভারি করা। ২৪ ঘণ্টা সময় আছে। পরের ম্যাচ নিয়ে আমরা এখন পরিকল্পনা সাজাবো।'

bangladesh-football

সিঙ্গাপুর কোচ অ্যাঞ্জেল তোলেডানো ম্যাচ হারলেও খেলোয়াড়দের ওপর অসন্তুষ্ট নন, ‘আমি মনে করি ছেলেরা ভালো খেলেছে। তাদের নিয়ে আমি গর্বিত। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেছে ছেলেরা। এ কারণেই আমি ছেলেদের নিয়ে গর্বিত। আমরা দুটি গোল আত্মঘাতী করেছি। শেষ মিনিটে একটা হয়েছে। আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। রেফারি নিয়ে কোনও অভিযোগ নেই।’

বাংলাদেশ শুক্রবার ই গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।