ব্রাজিল পারেনি আর্জেন্টিনা পারবে?

আগের টাইব্রেকারে ব্রাজিলের ফল নেহাত মন্দ নয়। তারওপর ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই হারের রেকর্ড। এবার কী থেকে কী হয়ে গেল! আগে গোল করেও লিড ধরে রাখতে পারেনি। আর টাইব্রেকারে একের পর এক মিসে বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে গেলো ব্রাজিলের। এমন হারে লক্ষ-কোটি সমর্থকদের হৃদয় ভেঙে তছনছ।

২০০২ সালের পর শিরোপা পুনরুদ্ধারের মিশন ক্রোটদের কাছে হেরে সলিল সমাধি। ম্যাচের আগে কিংবা টাইব্রেকারে নেওয়ার সময় কোচ তিতে কিংবা নেইমাররা হয়তো তা ভাবেনওনি।

অথচ এই ব্রাজিল কত স্বপ্ন নিয়ে কাতারে এসেছিল। নকআউট পর্ব শুরুর ম্যাচে যেভাবে দক্ষিণ কোরিয়াকে তুলোধুনো করলো তখনই পরিষ্কার হয়েছিল সেলেসাওরা অনেক দূর যাবে। তবে জয়যাত্রা এভাবে থেমে যাবে কে ভেবেছিল? এডুকেশন সিটিতে হাজারো সমর্থক এসেছিলেন দলের জন্য ভালোবাসা নিয়ে। কিন্তু তাদের উচ্ছ্বাস বেসে গেছে আরব সাগরে।

মেট্রোতে দর্শক সমর্থকরা আর্জেন্টিনার খেলা দেখতে এসে ব্রাজিলের ফলের দিলে খেয়াল রাখছিলেন। হলুদ জার্সিধারীদের বিদায় দেখে কেউ খুশি হয়েছেন, কেউ কষ্ট পেয়েছেন।

আর্জেন্টাইনরা তো উত্সবই শুরু করে দিয়েছেন মনে হলো। বুয়েন্স আইরেস থেকে পরিবার নিয়ে খেলা দেখতে এসেছেন দিয়েগো মিলিতাও। কাছে গিয়ে প্রশ্ন রাখতেই বললেন, ব্রাজিল হেরেছে। ভালো হয়েছে। এবার আমাদের জয়ের পালা। মেসির জন্য জিততে হবে। আশা করছি ব্রাজিলের মতো আর্জেন্টিনা ভুল করবে না। জিতেই সেমিফাইনাল খেলবে।

আরেক আর্জেন্টিনার সমর্থক ক্রিস্টিনার অবশ্য ব্রাজিলের হারে কোনও হেলদোল নেই।  বলেছেন, আমরা চাই আর্জেন্টিনা জিতুক। জিতেই ট্রফিটা নিয়ে দেশে ফিরুক। ব্রাজিল হেরেছ কিছু বলার নেই।  ওটা অন্য দেশ।

তবে লুসাইল স্টেডিয়ামে এসে এক ব্রাজিলিয়ান সমর্থককে পাওয়া গেল। ভারাক্রান্ত মনে বললেন, কিছু বলার নেই।  প্রিয় দল হেরেছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। এখন কী আর করার।

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা কম নয়। সবাই চেয়েছিল সেমিফাইনালে দুই দলের দেখা হোক। জম্পেশ এক ম্যাচের অপেক্ষা ছিল। কিন্তু ব্রাজিল হারাতে বাংলাদেশে এক অংশের আনন্দ নিভে গেছে।

এবার আর্জেন্টিনার পালা। অন্তত বিশ্বকাপটা পুরোপুরি ফিকে হতে দেবে না মেসিরা- এমনটি প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।